৬৯ বছর বয়সে বাবা হচ্ছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

স্বাধীনবাংলা২৪.কম
আর্ন্তজাতিক ডেস্ক: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ৬৯ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। নিনিস্তোর স্ত্রী হাওকিওর বয়স ৪০।
স্ত্রী জেনি হাওকিও জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই তাদের পরিবারে নতুন অতিথি আসতে যাচ্ছে।
নিনিস্তো দম্পতির এক বিবৃতিতে বলা হয়, গর্ভধারণের শুরুর দিনগুলোতে স্পর্শকাতর অনেক বিষয় ছিল। তবে সেসব অতিক্রম করে আমরা এখন সুখবরটি শেয়ার করতে পারি। একটি সন্তানের জন্য আমাদের অপেক্ষা দীর্ঘদিনের। বিগত বছরগুলোতে আমাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে যখন নতুন শিশুর আগমন ঘটবে, তখন আরও ছয় বছর মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশায় ভোটের লড়াইয়ে থাকবেন নিনিস্তো। জনমত জরিপে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন।
প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও জেনি হাওকিও সংসার শুরু করেন ২০০৯ সালে। নিনিস্তোর এটি তৃতীয় সন্তান হলেও হাওকিওর প্রথম সন্তান।
তাদের এই সন্তান প্রেসিডেন্ট পরিবারের জন্য সুখবর বয়ে নিয়ে আসতে পারে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর
আরো খবর »
-
বুকের লোম ফেলে দিলে কী গুনাহ হবে?
-
১০ হাজার জামাইয়ের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করেছেন অপু!
-
ভাল আম চিনবেন কীভাবে?
-
মানব শরীরে নতুন অঙ্গের সন্ধান!
-
ঈদে মুক্তি পাচ্ছে 'পবিত্র ভালোবাসা'
-
নিজেই নিজের গডফাদার পিয়া
-
শাকিব খানের সঙ্গে চট্টগ্রামে বুবলি
-
ফিনল্যান্ডবাসী বিশ্বের সবচেয়ে সুখী মানুষ
-
রাগ চেপে রাখা ক্ষতিকর কেন? জেনে নিন