নির্বাচনে আসবে বিএনপি, আশায় সিইসি

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তিনি বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে বলেই বিএনপি সংলাপে আসছে; আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবে।
শনিবার সকালে ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সিইসি সাংবাদিকদেরক এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশার বলেন, আমাদের প্রতি বিএনপির আস্থা আছে। আমরা মনে করি ইসির সংলাপে অংশ নেয়া মানে তারা আগামী নির্বাচনেও অংশ নেবে।
এক প্রশ্নের জবাবে কেএম নুরুল হুদা বলেন, সংলাপ শেষে সংলাপে আসা সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওয়তায় আছে এমন বিষয়গুলো নিয়ে করণীয় ঠিক করতে কমিশন বৈঠক করবে।
তবে সংলাপে প্রস্তাব আকারে আসা সব ধরনের সুপারিশগুলো সব দল ও সরকারের কাছে পাঠানো হবে।
প্রসঙ্গত, আগামীকাল রোববার ইসির চলমান সংলাপে বিএনপি অংশ নেয়ার কথা রয়েছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর
আরো খবর »
-
শাকিব খান নয় জিৎকেই এগিয়ে রাখলেন ফারিয়া
-
বুকের লোম ফেলে দিলে কী গুনাহ হবে?
-
১০ হাজার জামাইয়ের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করেছেন অপু!
-
ভাল আম চিনবেন কীভাবে?
-
মানব শরীরে নতুন অঙ্গের সন্ধান!
-
ঈদে মুক্তি পাচ্ছে 'পবিত্র ভালোবাসা'
-
নিজেই নিজের গডফাদার পিয়া
-
শাকিব খানের সঙ্গে চট্টগ্রামে বুবলি
-
ফিনল্যান্ডবাসী বিশ্বের সবচেয়ে সুখী মানুষ