টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
গাজীপুর থেকে আলমগীর হোসেন: গাজীপুর মহানগররে টঙ্গীর মোক্তারবাড়ি এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে সৈকত (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনার সত্যতা নশ্চিতি করছেনে টঙ্গী থানার এসআই মো: আশরাফুল হাসান।
নিহত সৈকত টঙ্গীর দত্তপাড়া টেকবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে।
এলাকাবাসি জানান, ওই দিন রাত ১০টার দিকে টঙ্গীর মোক্তারবাড়ির এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দূর্বৃত্তরা সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আশরাফুল হাসান জানান, ঘটনাটি জানার পর ওই দিন রাত ১১টার দিকে ওই হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে মরদহে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর