প্রশিক্ষণ প্রাপ্ত ইমামের খামার পরিদর্শন

খোকসা : বাংলাদেশ সরকার ইমামদের আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষে দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলের ইমামদের প্রশিক্ষণ এর মাধ্যমে সনির্ভর করে গড়ে তোলার লক্ষে দেশের ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ইমামদেরকে প্রশিক্ষণ প্রদান করছেন।
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন এর প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম মোঃ আবু সালেহ ২০১২সালে ইসলামিক ফাউন্ডেশন এর রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পর নিজ উদ্যোগে আর্থসামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে সাবল্বী হয়েছেন।
প্রশিক্ষণ গ্রহণের পর যেই সমস্ত কর্মকান্ডের সাথে জড়িত হয়েছেন তার মধ্যে রয়েছে মৎস্যচাষ, ছাগল পালন, হাস-মুরগী পালন ও বনায়ন। তার এই কর্মকান্ড পরিদর্শনের জন্য ইসলামিক ফাউন্ডেশন এর কুষ্টিয়া জেলা থেকে উপ-পরিচালক মোঃ শামসুল হক সাহেব গতকাল শনিবার দুপুরে খামার পরির্শনে আসেন। এসময় তিনি প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম মোঃ আবু সালেহ এর খামার পরিদর্শন করেন এবং বলেন যে আপনি একই জমিতে মৎস্য চাষ এবং ধান চাষ পদ্ধতি গ্রহণ করছেন দেখে অনেক ভাল লাগল আপনার এই পদ্ধতি অনুস্বরণ করলে অন্যান্যরাও আপনার মত সাবলম্বী হতে পারবে বলে আমি বিশ্বাস করি। ।
এসময় তিনি খামারের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডেলকেয়ারটেকার মোঃ সালাহ উদ্দিন, স্থনীয় মসজিদের ইমাম মোঃ আব্দুস সাত্তার, গণশিক্ষার শিক্ষক মোঃ নাজিম উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।