আজমা সুরাইয়া শিল্পী সংগীতে ”জেনারেল ওসমানী গোল্ড মেডেল ২০১৭” পদক পেলেন

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (আজাহিকাফ) আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৭.১০.২০১৭ ইং এ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়তে জন প্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা শেষে পদক বিতরণ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগীতে বিশেষ অবদান রাখার জন্যে আজমা সুরাইয়া শিল্পীকে জেনারেল ওসমানী গোল্ড মেডেল ২০১৭ স্বর্ণ পদক প্রদান করা হয়।
”সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধিদের করণীয়” শীর্ষক এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মসিউর রহমান রাঙা।
জনপ্রিয় সংগীত শিল্পী আজমা সুরাইয়া শিল্পীর হাতে স্বর্ণ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রতিমন্ত্রী জনাব মসিউর রহমান রাঙা। আরো উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সৈয়দ দিদার বখত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন রিন্টু আনোয়ার । সঞ্চালনায় ছিলেন লায়ন আব্দুস সালাম । স্বর্ণ পদকপ্রাপ্তির পর আয়োজকদের প্রতি আজমা সুরাইয়া শিল্পী কৃতজ্ঞতা প্রকাশ করেন।