ই-তথ্য সেবা নিয়ে ফরিদপুরে তথ্য অফিসের ব্রিফিং

ফরিদপুর থেকে হারুন-অর-রশীদঃ ফরিদপুরে ই-তথ্য সেবা নিয়ে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. এরাদুল হকের সভাপতিত্বে ব্রিফিংএ অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. মশিউর রহমান,অধ্যাপক মো. শাহজাহান প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই)কর্মর্সচির সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণে উৎসাহিত করতে এ ব্রিফিং এর আয়োজন করা হয়।