দৌলতপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী জাহিদ গ্রেফতার

কু্ষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী জাহিদ (২৫) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
আটকৃত জাহিদ উপজেলার হোগলবাড়ীয়া ইউ,পির শশীধরপুর গ্রামের রহমান দফাদারের ছেলে। পুলিশ জানায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম এর নির্দেশে দৌলতপুর থানা পুলিশের এস আই ইন্দ্রজিৎ সংঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যা রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম জানান এক গৃহবধু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী জাহিদ কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ৪ অক্টোবর ১৭ তারিখ রাতে আসামী জাহিদ তার বাড়ীর পার্শে ওই ধর্ষিতার বাবার বাড়ীতে ঘরের দরজার উপর দিয়ে ঘরে প্রবেশ করে জোর করে তাকে ধর্ষণ করে। ঘটনার পরদিন ধর্ষিতার ভাই বাদী হয়ে জাহিদ কে আসামী করে দৌলতপুর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করে মামলা নং ০৬।