স্ত্রীকে ডিভোর্স দিবেন সজল!

স্বাধীনবাংলা২৪.কম
বিনোদন প্রতিবেদক: পাঁচ বছরের দাম্পত্য জীবন সজল-অর্ষার। সেখানে ঝগড়া লাগে একটি নেকলেস নিয়ে। যার শেষ পরিণতি গড়ায় ডিভোর্সের সিদ্ধান্তে। এমনটা দেখা যাবে ‘দ্রোহ’ শিরোনামের নাটকে।
সৈয়দ ইকবালের রচনায় এবং তরুণ নির্মাতা অনিক বিশ্বাসের পরিচালনায় এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এখন রয়েছে সম্পাদনার টেবিলে।
এ প্রসঙ্গে সজল বলেন, ‘গল্প পছন্দ না হলে কাজ করছি না। সেদিক থেকে ‘দ্রোহ’ নাটকের গল্পটা একেবারেই আলাদা। তাছাড়া অর্শার সঙ্গে এর আগে অনেকগুলো কাজ করেছি, যার বেশিরভাগই দর্শক পছন্দ করেছেন।’
অর্ষা বলেন, ‘মানুষের দাম্পত্য জীবনে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা বাঁধে। সামান্য এই বিষয়গুলো জীবনকে এলোমেলো করে দেয়। অনেক সময় জীবনে নেমে আসে বিপত্তি। তেমনই এক গল্পকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে ‘দ্রোহ’।’
এই নাটকে আরও অভিনয় করেছেন তানভীর, রুহি, কামরুল হাসান সরকার প্রমুখ। ‘দ্রোহ’ নাটকটি প্রযোজনা করেছে ব্রাদার্স এন্টারটেইনমেন্ট। শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর