খোকসা বিএনপি’র মহান বিজয় দিবস পালিত

খোকসা ঃ ৪৬ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী দল-বিএনপি কুষ্টিয়ার খোকসা উপজেলায় যথাযথ মর্যাদায় পালন করেছে। সকাল সাড়ে সাতটায় ব্যতিক্রমী উদ্যোগের খোকসা – জানিপুর মাধ্যমিক বিদ্যালয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সমন্বয়ে সকাল বেলায় পূস্পমাল্য অর্পণ করেন।
দলীয় কার্যালয়ে ঘরোয়া পরিবেশে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করেন। এ সময় বক্তারা আলোচনায় উঠে আসে শহীদের তাজা রক্তের বিনিময়ে লাল-সবুজের পতাকা। এই দেশ সাধিত হয়েছিল স্বাধীন বাংলার মানচিত্র। বর্তমানে ভূলুণ্ঠিত হচ্ছে গণতন্ত্রের। আওয়ামী লীগের হিংসা-বিদ্বেষ রাজনীতির কারণে। গণতন্ত্রের পুণরুদ্ধারে বিএনপি ও তার অঙ্গ সংগঠন ও সকল নেতাকর্মীকে অবারও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে আহ্বান করেন বক্তাগণ।
ঘরোয়া পরিবেশে আলোচনা সভায় প্রায় শতাধিক নেতাকর্মীর সবাই একমত হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নফিজ আহমেদ রাজু।
আলোচনা সভায় বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।