কালকিনিতে সমবায় সমিতির নামে অর্থ আত্মসাৎ সদস্যদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
মাদারীপুর থেকে ইকবাল হোসেন: মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার চরকাতলা গ্রামে সমবায় সমিতির নামে সদস্যদের অর্থ আত্মসাৎ সহ সদস্যদের বিভিন্ন ভাবে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভূক্তভোগী সদস্যবৃন্দ।
সোমবার সকালে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয় এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে মানববন্ধনকারীরা।
গ্রামবাসী জানায়, ৫বছর আগে চরকাতলা গ্রামের কাশেম পাইকের ছেলে আলাউদ্দিন পাইক ‘ চরকাতলা সমবায় সমিতি’ নামে একটি সংগঠন তৈরি করে সদস্যদের লোভনীয় অফার দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এনিয়ে ভূক্তভোগী সদস্যরা তাদের জমাকৃত আমানত ফেরত চাইলে তাদের সঞ্চয় না দিয়ে উল্টো মামলা দায়ের সহ বিভিন্ন ভাবে হয়রানী করা হয়। এনিয়ে সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় আর নিজেদের শেষ সম্বল জমানো সঞ্চায়ের টাকা তারা ফেরৎ চাওয়া সহ মামলা হামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচী পালন করে।’
তবে এব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিন পাইক বলেন ‘ তারা আমার কাছে টাকা পাবে ঠিকই তবে আমি তা আস্তে আস্তে পরিশোষ করব এজন্য আমি সময় চাই।’
স্বাধীনবাংলা২৪.কম/এমআর