ন্যাম ভবনে এমপি’র পুত্রের ঝুলন্ত লাশ

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে জানান, শনিবার রাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেছেন। পরে পাঁচ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় অনিক আজিজের মরদেহ উদ্ধার করা হয়।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর