ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি হাফিজ সাঈদের

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। আর তারই জের ধরে এবার ভারতকে হুমকি দিলেন জামাত-উদ-দাবা প্রধান হাফিজ সাঈদ। পাকিস্তান সরকারকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে তিনি। প্রসঙ্গত, রবিবার জম্মু-কাশ্মীরে ১৩ জঙ্গিকে হত্যা করা হয়।
উল্লেখ্য, হাফিজ সাঈদের ওপর আমেরিকা ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। এদিকে, পাকিস্তানে আগামী নির্বাচনে দাঁড়াতে পারে হাফিজ সাঈদ। গত বছর পাকিস্তানে ভোটে দাঁড়ানোর কথা শেষমেশ ঘোষণা করেছিল মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ।
জামাত-উদ-দাবার প্রধান হাফিজ জানিয়েছিল, পরবর্তী বছরে ২০১৮ সালে পাকিস্তানে হতে চলা অ্যাসেম্বলি ইলেকশনে সে লড়বে। যদিও জামাত-উদ-দাবাকে সন্ত্রাসবাদে চালানোর অভিযোগে আমেরিকা ইতিমধ্যেই ব্ল্যাকলিস্টে রেখেছে।
আরো খবর »
-
শাকিব খান নয় জিৎকেই এগিয়ে রাখলেন ফারিয়া
-
বুকের লোম ফেলে দিলে কী গুনাহ হবে?
-
১০ হাজার জামাইয়ের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করেছেন অপু!
-
ভাল আম চিনবেন কীভাবে?
-
মানব শরীরে নতুন অঙ্গের সন্ধান!
-
ঈদে মুক্তি পাচ্ছে 'পবিত্র ভালোবাসা'
-
নিজেই নিজের গডফাদার পিয়া
-
শাকিব খানের সঙ্গে চট্টগ্রামে বুবলি
-
ফিনল্যান্ডবাসী বিশ্বের সবচেয়ে সুখী মানুষ