রাণীশংকৈলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করলেন এমপি লিটা

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
ঠাকুরগাঁও থেকে জাহিদ হাসান : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন এমপি সেলিনা জাহান লিটা।
বুধবার (২৩আগষ্ট) বিকাল ষাড়ে ৫ টায় প্রধান মন্ত্রীর নির্দেশে ত্রাণ তহবিল থেকে উপজেলা পরিষদ হলরুমে ১০১ জন ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রতি বস্তায় খাবারের পরিমাণ ছিল: চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, চিড়া ১ কেজি, মোমবাতি ১ ডজন ও দিয়শালাই ১ ডজন।
এসময় উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সংরক্ষিত আসন ৩০১ এর এমপি সেলিনা জাহান লিটা, রাণীসংকৈল পৌরসভার মেয়র আলমঙ্গীর সরকার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার নাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহ স্থানীয় আওয়মীলীগ এর নেতা ও কর্মীবৃন্দ।