কৃত্রিম পা নিয়ে র্যাম্পে হাঁটলেন এই মডেল (ভিডিও)

ভিকি ব্যালচ, যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা। সম্প্রতি লন্ডন ফ্যাশন উইকে বিশ্বের নামিদামি সব মডেলদের সাথে তিনিও অংশ নেন।
আর অন্যান্যদের সঙ্গে কৃত্রিম পা নিয়ে র্যাম্পে হাঁটলেন ২০ বছর বয়সী মডেল ভিকি। আর এতে তাক লাগিয়েছেন সবাইকে।
অবশ্য র্যাম্প শুরু হওয়ার পর প্রথমে অনেকেই বুঝতে পারেননি যে ভিকি অন্য মডেলদের মতো নন। তিনি দুর্ঘটনায় তার একটি পা হারিয়েছেন। ২০১৫ সালের অ্যালটন টাওয়ারের রোলার কোস্টারে এক দুর্ঘটনায় তার পা হারান।
তবে সে দুর্ঘটনার পরেও তিনি দমে যাননি। এবার লন্ডন ফ্যাশন উইকের যে ক্যাটওয়ার্কে তিনি অংশ নেন তা টিটামজোনস-এর। আরও কয়েকজন পা হারানো মডেল এ ফ্যাশন শোতে অংশ নেন। অনেকেই পা হারানো ভিকির সেই ক্যাটওয়ার্কের দৃশ্য অনলাইনে শেয়ার করেছেন।