আইপিএলের সর্বশেষ কয়েক আসরেই খেলেছেন মুস্তাফিজুর রহমান। গেল আসরেও চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে ছিলেন। কিন্তু এবার নিলামে নাম উঠলেও বাঁহাতি পেসারকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। তার মতো একইভাবে হাতুড়ির বাড়ির সুযোগ পাওয়া রিশাদ হোসেনও দল পায়নি।
মুস্তাফিজ-রিশাদের বাইরে সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি ১০ জন তো নিলামেই ওঠেনি। ফল আগামী আসরে বাংলাদেশের কোনো প্রতিনিধিই থাকছে না আইপিএলে। এতে হতাশা ঝড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কণ্ঠে। বাংলাদেশের কারও সুযোগ না পাওয়া নিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিকেএসপির সাবেক কোচ।
মুস্তাফিজ-রিশাদদের সুযোগ না পাওয়া নিয়ে ফাহিম বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’
আইপিএলে সুযোগ না পাওয়ার বিষয়ে খেলোয়াড়দের মান তো আছেই।
সঙ্গে বিসিবির অনাপত্তিপত্রের বিষয়টিও আছে। সেই সব বিষয় নিয়ে ফাহিম বলেছেন, ‘‘জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছরও। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি।
আমার মনে হয়, আমাদের চেষ্টা থাকা উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’
সুযোগগুলো কাজে লাগিয়ে আফগানিস্তান দারুণভাবে উন্নতি করছে বলেও জানিয়েছেন ফাহিম। তিনি বলেছেন, ‘‘আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করবো।’
মুস্তাফিজ-রিশাদের বাইরে সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি ১০ জন তো নিলামেই ওঠেনি। ফল আগামী আসরে বাংলাদেশের কোনো প্রতিনিধিই থাকছে না আইপিএলে। এতে হতাশা ঝড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের কণ্ঠে। বাংলাদেশের কারও সুযোগ না পাওয়া নিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিকেএসপির সাবেক কোচ।
মুস্তাফিজ-রিশাদদের সুযোগ না পাওয়া নিয়ে ফাহিম বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’
আইপিএলে সুযোগ না পাওয়ার বিষয়ে খেলোয়াড়দের মান তো আছেই।
সঙ্গে বিসিবির অনাপত্তিপত্রের বিষয়টিও আছে। সেই সব বিষয় নিয়ে ফাহিম বলেছেন, ‘‘জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছরও। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি।
আমার মনে হয়, আমাদের চেষ্টা থাকা উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’
সুযোগগুলো কাজে লাগিয়ে আফগানিস্তান দারুণভাবে উন্নতি করছে বলেও জানিয়েছেন ফাহিম। তিনি বলেছেন, ‘‘আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করবো।’