×
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৫৩৬ বার পঠিত

ভারতের অন্ধ্র প্রদেশের বাপতলার ঘটনা। সেখানকার একটি উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ার সময় আটকে যায় বিমান। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিমানটিকে একটি ট্রেলারে কোচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর ট্রেলার ও বিমানটিকে বের করে আনে। এ ঘটনায় বিমানের কোনো ক্ষতি হয়নি।  

রাস্তায় বিমান নিয়ে যাওয়া দেখে ভিড় জমে যায়। সেলফি ও ভিডিও ধারণেরও হিড়িক লেগে যায় সাধারণ মানুষের মধ্যে। এতে কয়েক রাস্তায় কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

বিখ্যাত রেস্টুরেন্ট চেইন পিস্তা হাউস বিমানটি কিনে নিয়েছে। বিমানের ভেতরে একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা ছিল আগে থেকেই। এ জন্য বিমানটি কিনে কোচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ বলছে, ট্রেলারের চালক ট্রাফিক ডাইভারশন সম্পর্কে সচেতন না থাকার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ওই ট্রেলারটি সেখানে আটকে যায়।

ভিডিওটি দেখতে পারেন ...

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat