×
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৫৯৬ বার পঠিত
জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হওয়া ভালো। তবু মন বলে কথা। কখন কোথায় হারিয়ে যায়। তবে যা-ই হোক, নারীরা পুরুষদের মধ্যে কিছু বিষয় দেখলে সম্পর্কে যেতে চান না।

বিজ্ঞাপন
তখন প্রেম তো দূরের বিষয়, তাদের এড়িয়ে চলেন।  

১. নেশা করা

অনেক পুরুষ নেশা করেন। যেকোনো নেশাই খারাপ। মদ্যপান করে এমন পুরুষকে খুব ভয় পান নারীরা।  

​২. খুব জোরে কথা বলেন

অনেক পুরুষ নিজের কথা বলতে বলতেই শেষ হয়ে যান। এ ধরনের  পুরুষকে পছন্দ করেন না নারীরা। উল্টো ভয় পান তাদের সাথে সম্পর্ক করতে।  

​৩. অন্যের সঙ্গে বিবাদ

কিছু পুরুষ নিজেকে বিরাট কিছু মনে করেন। অন্যের সঙ্গে সহজে বিবাদে লেগে পড়েন। সে ক্ষেত্রে অন্যের সঙ্গে বিবাদে জড়ালে আজ সতর্ক হয়ে যান।

​৪. সব সময় নিজের ঢাক পেটানো

অনেক পুরুষ এই কাজটা করে থাকেন। যারা নিয়মিত নিজের ঢাক নিজে পেটান তারা চুপ হয়ে যান। কারণ নারীরা ভাবেন, এই মানুষ যতই হোক নিজের থেকে বেশি কাউকে ভালোবাসেন না।

​৫. তর্ক করা

তর্ক করা যেতে পারে। আপনাকে কেউ ভুল বোঝালে আপনি তর্ক করতেই পারেন। কিন্তু অযথা তর্ক করলে নারীরা ভাবতে পারেন যে এই মানুষটি তার জন্য একবারেই ঠিক নয়।  

সূত্র : এই সময়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat