×
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৬১৫ বার পঠিত
ইন্দোনেশিয়ার বালিতে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের প্রভাবশালী নেতারা হাজির হয়েছেন। উপস্থিত হয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি ইউক্রেনে অবৈধ যুদ্ধের জন্য রাশিয়াকে একহাত নিয়েছেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সুনাক বলেছেন, পশ্চিমা মিত্ররা রাশিয়ার যুদ্ধের অবৈধতা ও নৃশংসতার বিষয়টি তুলে ধরেছে। তিনি আরও বলেছেন, জি-২০ সম্মেলনে আজ সকালে আমরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা প্রত্যক্ষ করেছি।


এ ছাড়া রাশিয়ার যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি ও খাবারের দাম বৃদ্ধিতে মানুষের ওপর ব্যাপক প্রভাব পড়ছে বলে জানান সুনাক। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, বৈশ্বিক অর্থনীতি, মন্দা ঠিক করতে জি-২০ মিত্রদের সঙ্গে কাজ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং আমরা এটি পালন করতে যাচ্ছি।

এদিকে সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইউক্রেনে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি বারবার বলছি, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। আমাদের যুদ্ধবিরতি ও ইউক্রেনে গণতন্ত্রের পথে ফিরতে হবে। গত শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। সেই সময়ই বিশ্ব নেতারা শান্তির জন্য চেষ্টা করেছিলেন। এখন আমাদের পালা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat