আমরা আমাদের লক্ষ্যে অটল ও অটুট থাকব। এবার আমাদের বিজয় অর্জন করতেই হবে; আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।
তিনি বলেন, ‘সরকার কাপুরুষের মতো মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপিকে রুখতে পারবে না। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিএনপি কারও সঙ্গে আপস করবে না।
এবার সরকারের পতন অবশ্যম্ভাবী। ’
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত ‘মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’র উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে তিনি সমাজকে বদলে দিতে চেয়েছেন। তার লক্ষ্য ছিল নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায় করা। এখন যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে আমাদের লক্ষ্য রাখা দরকার আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা যেন আপস না করি। ’
তিনি বলেন, দেশকে আবার নির্মাণ করতে হবে, এটা অত্যন্ত সত্য কথা। ক্ষমতাসীন দল ৫০ বছরে দেশকে ধ্বংস করে ফেলেছে, বিশেষ করে এই ১৪ বছরে আরও বেশি ধ্বংস করে ফেলেছে এটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। ’
‘আমরা কঠিন যুদ্ধ শুরু করেছি’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা কঠিন যুদ্ধ শুরু করেছি, আমরা কঠিন লড়াই শুরু করেছি। এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রতিমুহুর্তে স্মরণ করতে হবে। কিভাবে উনি হেঁটে হেঁটে ফারাক্কা বাঁধে গেছেন, কিভাবে উনি মানুষকে সঙ্গে নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরেছেন, কিভাবে উনি মানুষের দূঃখের সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা মনে করব, তাকে স্মরণ করব, তার পথে আমরা চলব। তাহলে আমরা মনে করি যে, আমরা সফল হতে সক্ষম হবো। ”
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও শামসুজ্জামান দুদুর সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।