সতর্ক সংকেত অব্যাহত, থেমে থেমে হবে বৃষ্টি

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করায় দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
তবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হওয়ায় ওইসব অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সংকেত অব্যাহত আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর