ফয়সাল হাবিব সানি’র ছোট কবিতা `বিষণ্ন কাব্য’

কোনো একদিন পড়ন্ত অপরাহ্নে বিষণ্নতার চোখে চোখ রেখে বলেছিলাম, `ভালোবাসি’!
সেই থেকে বিষণ্নতাও অামায় ভালোবেসে ফেললো- অামি অার সেই বিষণ্নতাকে এড়িয়ে চলতে পারি না এখন-
অামার সবুজজুড়ে এখন কেবলই ধ্বংসস্তূপের মতো মৃত স্বপ্নের অানাগোনা অার উড়ন্ত অট্টালিকার মাথায় ব্যর্থ স্বপ্নের গালিচা…
অাজ অামার খাঁখা রঙিন পৃথিবীর সবটুকু রাস্তায় ছড়ানো ধূধূ মরীচিকার বেরঙিন কার্পেট- পায়ে পায়ে পদক্ষয়, দলিত ফুলের জন্মযন্ত্রণা!