নীলফামারীতে বিদ্যুতস্পৃষ্ট গৃহবধু সহ দুইজন নিহত
নীলফামারী থেকে আব্দুর রাজ্জাকঃ দুই পৃথক ঘটনায় জেলার ডোমার উপজেলার পলীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কৃষক ও এক গৃহবধু সহ দুই জন নিহত হয়েছে। আজ বুধবার বিকালে এই দুইজনের মৃত্যু হয়। নিহতেরা হলেন, ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ি নামাজী পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আবুল বাশার বুলেট (২৫) ও একই উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বালাপাড়া গ্রামের জামিযার রহমানের স্ত্রী বুলবুলি বেগম (৪৩৮)। গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, আজ বুধবার বিকাল ৩টার দিকে কৃষক আবুল বাশার মাছ ধরার জন্য বিদ্যুতচালিত সেচ পাম্প দিয়ে বাড়ির পাশের একটি পুকুর সেচতে যায়।
এ সময় পা পিছলে সেচ পাম্পের সংযোগ তারে পরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। তার ৪ বছরের এক ছেলে সন্তান ও স্ত্রী রয়েছে। অপর দিকে নিজবাড়ির ঘরে টিভি দেখার পর টিভির ডিস লাইনের তার বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন ৫ সন্তানের জননী গৃহবধু বুলবুলি বেগম। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছেদ আলী পৃথক দুইটি ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ দুইটি পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।