ঠাকুরগাঁওয়ে ৮ম শ্রেণীর ছাত্রী র্ধষণের শিকার, আটক ১
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার আখানগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী র্ধষণের শিকার।
মাসতুত ভাই তাপসের সঙ্গে মাসীর বাড়ীতে বেড়াতে যাওয়ার পথে শুক্রবার রাতে ধর্ষণের শিকার হয়েছেন ৮ম শ্রেনীর ছাত্রী বর্ষা রাণী(১৪)। এ ঘটনায় মুনজুরুল ইসলাম নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ২নং আখানগর ইউনিয়নের আখানগর কেরাণী পাড়া গ্রামের বাসিন্দা আখানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী শুক্রবার সন্ধায় তিন বোন বর্ষা,বর্ণা,তুলশী সহ মখাবান্দী পূজামন্ডপে গিয়ে মাসতুত ভাই তাপসের সাথে দেখা হলে মাসতুত ভাই তাপসের সাথে মাসীর বাড়ীর উদ্দেশ্য মোটর সাইকেলে রাওনা হয়।পথে বেরিষ্টার নামক স্থানে ৫ থেকে ৬ জন ছেলে তার মাসতুত ভাই তাপসকে আটকিয়ে টাকা দাবি করে এবং মেয়েটিকে ধর্ষণ করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ বর্ষা রাণীকে(১৪)ও তার মাসতুত ভাই তাপসকে বাড়ি থেকে রাতে পুলিশ হেফাজতে নিয়ে যায়। রুহিয়া থানার তদন্ত র্ক্মকর্তা আকরাম হোসেন জানান তারা মুনজুরুল ইসলাম নামে এক যুবকে গ্রেফতার করেছে এবং তদন্ত সাপেক্ষে সকল আপরাধীদের আইনের আওতায় আনা হবে।