গাজীপুরের শ্রীপুরে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
গাজীপুর থেকে আলমগীর হোসেনঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার পারুলী নদী থেকে মাহমুদ আলী (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরীদল।
মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদ আলী শ্রীপুর উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা ।
টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরী মো. সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাহমুদ আলী সাতরে পারুলী নদী পার হতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় পৌণে এক ঘন্টার চেষ্টায় বিকেল পৌণে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।