বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় জনবহুল শহর উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাশহাদে প্রথমে বিক্ষোভ শুরু হয়, পরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
উচ্চ দ্রব্যমূল্য নিয়ে ক্ষুব্ধ লোকজন শহরটির রাস্তায় নেমে এসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তারা প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে শ্লোগান দেন। বিক্ষোভ চলাকালে ‘ঝাঁজালো শ্লোগান’ দেওয়ায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাজধানী তেহরানেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় আসা ফুটেজে বিক্ষোভ ঘিরে প্রচুর পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
২০০৯ সালে সংস্কারের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভের পর এটাই ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বিভিন্ন শহর ছড়িয়ে পড়া এই সরকারবিরোধী বিক্ষোভ ইরানের কর্তৃপক্ষ কীভাবে মোকাবিলা করবে তা দেখতে ‘পুরো বিশ্ব তাকিয়ে আছে’ বলে মন্তব্য করে ইরান সরকারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর