আব্দুস সালাম অন্তর এর কবিতা অপেক্ষার রাজকুমার

অচীনপুরের রাজকুমার ঐ একাকি নদীর পারে,
রাজকন্যার দেখার জন্য মন অানচান করে।
নদীর ওপার রাজার রাজ্য রাজা নাহি থাকে।
রাজকন্যা একাকি রাজ্য শাসন করতে পারে.?
অচিনপুরের রাজকুমার ঐ একাকি দিন গোনে,
রাজকন্যা আসবে কবে ধরা দিবে তার প্রানে।
এ জনমে কি হবেনা দেখা রাজকন্যা শনে?
রাজকুমার ঐ কষ্ট গুলো সয়তে যদি পারে।
রাজকন্যার একটু প্রচেষ্টা দুইটি জীবন বাঁচবে।
রাজকুমার ঐ নদীর পরে প্রচেষ্টার প্রহর গুনছে।
শেষ হবে কবে এমন প্রহর দুইটি মন একি বাঁধনে জুড়বে।
শান্তি পাবে দুইটি মন, শান্তি ফিরবে রাজ্য।