ট্রাম্পের আক্রমণের কড়া জবাব দিল পাকিস্তান

স্বাধীনবাংলা২৪.কম
আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের প্রথম টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে একহাত নেওয়ায় বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে দেশটি।
ট্রাম্প বলেছেৃন, একদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত বিলিয়ন ডলার সহায়তা নিচ্ছে, অন্যদিকে একই সময়ে পাকিস্তান ‘মিথ্যাচার ও ধোঁকাবাজি’ করছে। একই টুইটে তিনি অভিযোগে করেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করছে।
ট্রাম্প একহাত নিলেও পাকিস্তান কম যায়নি। তার টুইটের কড়া জবাব দিয়ে পাকিস্তান বলেছে, সব তহবিলের হিসাব আছে। তারা পাল্টা অভিযোগ করেছে, ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরাজিত হওয়ায়’ ট্রাম্প ত্যাক্ত-বিরক্ত।
পাকিস্তানকে দিতে চাওয়া ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা স্থগিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। আগস্ট মাসে এই সহায়তা ছাড় করার কথা ছিল। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের চাপা ক্ষোভ বিরাজ করছে। এর মধ্যে ট্রাম্প নতুন করে আক্রমণ করায় দুই পক্ষের চাপা ক্ষোভ এখন সামনে চলে এসেছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর