বাংলাদেশ-ভারতের যোগাযোগে অবকাঠামোগত উন্নয়ন অতুলনীয়

স্বাধীনবাংলা২৪.কম
ফেনী: গত ১০ বছরে ভারতের সাথে বাংলাদেশের যোগোযোগে অবকাঠামোগত উন্নয়ন অতুলনীয়ভাবে এগিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বুধবার ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে যান ভারতীয় হাইকমিশনার। এরপর রামগড় পৌরসভা মিলনায়তনে দ্বিপক্ষীয় এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ফেনী নদীর উপর এই ব্রিজ ভারত ও বাংলাদেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে। এই ব্রিজ দুই দেশের মানুষের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা এগিয়ে নেবে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর