১৩ দাবিতে পাইওনিয়ার ডেন্টালে তালা

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: ১৩ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন রাজধানীর ভাটারাস্থ বেসরকারি পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
দাবি আদায়ে শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে আন্দালন করছেন তারা। দাবি আদায়ে কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করায় সাড়ে ১২টার দিকে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
দুপুর ৩টা পর্যন্ত আন্দোলন চলছে বলে জানা গেছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর