বিদ্যুতের দাম বৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: বিদ্যুতের দাম বৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক। বিদ্যুতের গণশুনানিতে মূল্য কমানোর প্রস্তাব নাকচ করা হয়েছে। ফলে গণশুনানি অকার্যকর ও প্রহসনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ক্যাব সভাপতি গোলাম রহমান।
সংবাদ সম্মেলনে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাতিল ও মূল্য কমানোর দাবি জানান তিনি।
ক্যাব সভাপতি গোলাম রহমান আরও বলেন, ১০ দিনেরে মধ্যে যদি বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নেওয়া না হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর