ফোরজি সংক্রান্ত বিটিআরসির বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: অপারেটরদের আপত্তির মুখেই ফোর-জি লাইসেন্স আবেদন ও তরঙ্গ নিলামের সময়সূচি ঘোষণা করেছিল বিটিআরসি। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি করে ওই বিজ্ঞপ্তি স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন আর রাষ্ট্রপক্ষে ছিলেন সমরেন্দ্রনাথ বিশ্বাস।
গত ৪ ডিসেম্বর বিশেষ কমিশন সভায় বিটিআরসি একটি গাইড লাইন তৈরি করেছিল। ওই গাইড লাইন চ্যালেঞ্জ করেই রিটটি দায়ের করা হয়।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর