প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে

মানিকগঞ্জ থেকে জালাল উদ্দিন ভিকুঃ মানিকগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এস এম জাহিদ বলেছেন- নৌকা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ও স্বাধীনতার প্রতীক, নৌকা হচ্ছে স¦াধীনতা ও সার্বভোম রক্ষার প্রতীক। তিনি বলেন- আমি দেশ ও জনগনের উন্নয়নে জন্য কাজ করতে চাই, মানুষের কল্যানে জন্য রাজনীতি করি । তিনি বলেন-আমি প্রতিহিংসার রাজনীর্তি পছন্দ করি না দুনীতি করার জন্য রাজনীতি হতে পারেনা । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কৃষক ,জনতা,বুদ্ধিজীবি,মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য পাকিস্থানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ।
৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বীরমুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে । বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ও জাতির স্বার্থে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরে সারা দেশে ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছে ।তিনি বলেন-যেখানে সারাদেশে উন্নয়ন হয়েছে তাহলে মানিকগঞ্জ-১ আসনের দৌরতপুর-ঘিওর-শিবালয় এলাকায় রাস্তা ঘাটের এই বেহাল দশা কেন । তিনি বলেন- এই এলাকাও সরকার উন্নয়ন কাজের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে সেই টাকা স্থানীয় এক জনপ্রতিনিধি ও তার আত্মীয় স্বজন লুটপাট করে খাচ্ছে । ঐ জনপ্রতিনিধি বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষক ও পিয়ন নিয়োগ দিয়ে নিরহ মানুষের কাছ থেকে বানিজ্য করেছে । আগামীতে আমাকে সুযোগ দিলে অবহেলিত পশ্চিম মানিকগঞ্জ বাসি ও আমার জন্ম ভুমি এই যমুনা নদী ভাঙ্গন কবলিত খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করে যাবো । তিনি বলেন- সরকারের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবার ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনা নেত্রীত্বে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
শনিবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর বাঘুটিয়া যুব সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার উদ্যোগে মজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এস এম জাহিদ এ কথাগুলো বলেছেন ।
বীরমুক্তিযোদ্ধা আজাহার আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কাশেম,শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান জানু ,ঘিওর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব, শিবালয় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আলী আহসান মিঠু ,ঢাকা উত্তরের যুবলীগ নেতা মাহবুব হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান নাঈম,কেন্দ্রীয় যুবলীগ নেতা জিয়াউল হক জিয়া,বাঘুটিয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম শফিক, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন,উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: জুয়েল রানা প্রমুখ ।