৯ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

স্বাধীনবাংলা২৪.কম
আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে বিমান চলাচল শুরু হয়।
কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে।
বিমানবন্দর সিভিল এভিয়েশনের ডিউটি রুমের দায়িত্বরত কর্মকর্তা মনোয়ারা খান জানান, কুয়াশা কমে যাওয়ায় সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার দিনগত রাত ১টা থেকে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখে কর্তৃপক্ষ।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর