শফিক জামান এর কবিতাঃ বহমান ..!!

সময়ের স্রোতে জীবন নদী বহমান
কখনও বা স্হির আবার ধাবমান
কত নগর বন্দর পেরিয়ে সমুদ্র পানে
সে এক অনন্ত ছুটে চলা রাত দিনে
ক্লান্তিহীন এ চলায় নদীর প্রমত্ত বুকে
পার ভাংগা কান্নার শব্দ মিশে থাকে..!
জীবনও নদীর মত চিরন্তন বহমান
সকল বাঁধা কিংবা কস্টের সাগর পেরিয়ে
ছুটে চলে সময়ের প্রতিক্ষনে মহাকালে
অনিবার্য যাত্রায় কেন এত ক্লেদ হিংসা
তবুও তো চলছে জীবন তরি ঝড় রাতে
সুদুরের ঐ বাতিঘরের নীল ছোয়ায়..!!
তাইতো নদীর বাকে দাঁড়িয়ে আজও আমি
অস্তগামি সূর্যের লাল আভায় সিক্ত হই
অতপর অন্ধকার নামে চারিদিক নিস্তব্ধ
কোন এক ভোরের আভার অনন্ত অপেক্ষা
এভাবেই চলছে নিয়মের কঠিন ছকে নিরন্তর
একদিন সব থেমে যাবে এক অজানায় অসময়..!!
কবি পরিচিতিঃ এ এইচ এম শফিক জামান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব । পেশাগত দায়িত্বের পাশাপাশি সুযোগ পেলেই লেখালেখি করেন। তাঁর লেখার মাঝে জীবন ও প্রকৃতি বরাবরই ভিন্ন মাত্রা সৃস্টি করে