কমতে পারে শৈত্য প্রবাহ

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় শৈত্য প্রবাহ কমতে পারে।
রোববার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় শৈত্য প্রবাহ প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ে অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর