মঠবাড়িয়ায় চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান

উপজেলা প্রতিনিধি , স্বাধীনবাংলা২৪.কম
মঠবাড়িয়া (পিরোজপুর) থেকে এস.এম. আকাশ: “ছোট্ট মনুদের জন্য ভালবাসা” নামক সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন এর উদ্যোগে শুক্রবার সকালে দু’জন অসহায় শিশুকে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সকালে বিদ্যুৎস্পৃষ্টে আহত সাদেকুর রহমান(৮)কে চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১০)কে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংগঠনের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিল্লূর রহমান, সমাজসেবক মনির হোসেন, সাংবাদিক মেহেদী হাসান, শাহাদাৎ হোসেন বাবু, সংগঠনের উপজেলা শাখার সভাপতি শিবাজী মজুমদার শিবু, কার্যনির্বাহী সংসদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শাখার সভাপতি তাপস দেবনাথ, সহ-সভাপতি সোহাগ মাতুব্বর প্রমুখ।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর