গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা্২৪.কম
গাইবান্ধা থেকে ফরহাদ আকন্দ: গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে সিনথিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশুর মুখমন্ডল ও হাত পোড়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে গাইবান্ধা শহরের নিউ মার্কেট সংলগ্ন রেলকলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা রেহানা বেগম বলেন, সন্ধ্যায় বাড়ির উঠোনে সিনথিয়া ওর বড় ভাইয়ের সাথে প্লাস্টিক পুড়িয়ে আগুন পোহাচ্ছিল। এসময় টুলে বসতে ধরে আগুনে পরে যায়। এসময় সিনথিয়ার মুখমন্ডল ও ডান হাতের কিছু অংশ পুড়ে যায়।
এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে গাইবান্ধা জেলা সদর হাসপাতলের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীনুল ইসলাম মন্ডল বলেন, হাসপাতালের দোতলায় শিশু ওয়ার্ডে সিনথিয়া ভর্তি রয়েছে। তার মুখ ও ডান হাতের কিছু অংশ পোড়া গেছে। সার্জারি ডাক্তার ও আমি দেখেছি। বর্তমানে শিশুটি আশংকামুক্ত রয়েছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর