মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরিচিতি সভা

মানিকগঞ্জ থেকে জালাল উদ্দিন ভিকুঃ মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের ৪র্থ ব্যাচের ১ম বর্ষে এমবিবিএস শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে কর্নেল মালেক মেডিকেল কলেজের মিলনায়তনে ৪র্থ ব্যাচের ১ম বর্ষে এমবিবিএস শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি মূলক সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো ঃ আখতারুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। পরিচিতি মূলক সভায় প্রথমে ২১ জন ছাত্র ও ৩০ ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সিভিল সার্জন খুরশিদ আলম, মানিকগঞ্জ ২০৫ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক সাইফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমূখ।