কালকিনিতে সিএইচসিপি’র ৩দিন ধরে অবস্থান কর্মসূচী পালন

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
মাদারীপুর থেকে ইকবাল হোসেন: চাকরি জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে ৩দিন ধরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখা।
গত শনিবার থেকে শুরুকরে আজ(সোমবার) পর্যন্ত তাদের কর্মসূচী চলছে। আর আগামিদিন তারা দাবী আদায়ে মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিসে কর্মসূচী পালন করবে।
আদায়কারীরা জানায়, চাকরি জাতীয়করণের দাবীতে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত রাজস্বকরণে স্বাস্থ্য অধিদপ্তরকে দির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়নি বলে তারা আন্দোলনে নেমেছে।
এসময় দাবী আদায় নিয়ে বক্তব্য রাখেন সিএইচসিপি অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারন সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন সহ সংগঠনটির নের্তৃবৃন্দ।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর