শীতে এখনও বিপর্যস্ত উত্তরাঞ্চল

স্বাধীনবাংলা২৪.কম
কুড়িগ্রাম: সারাদেশে তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়া ও কনকনে শীতে এখনো বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়তে থাকলেও কমেনি কুয়াশা। এতে অনেকটা স্থবিরতা নেমে এসেছে এ জেলার জনজীবনে। দুর্ঘটনা এড়াতে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন।
কুড়িগ্রামেও অব্যাহত আছে মৃদু শৈত্য প্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের ঝিলিক দেখা দিলেও মিলছে না প্রয়োজনীয় উত্তাপ। কনকনে হিমেল হাওয়ায় ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত জেলার পথঘাট ঢেকে যায় ঘন কুয়াশায়।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর