কালকিনিতে আলোচিত সাথী হত্যার বিচারের দাবীতে ফুঁসে উঠেছে গ্রামবাসী

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
মাদারীপুর থেকে ইকবাল হোসেন: শশুর বাড়ির দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় হাতের মেহেদীর রং মুছে যাওয়ার আগেই লাশ হয়ে ফিরতে হল কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামের মোঃ আমর আলী সরদারের মেয়ে সাথী আক্তারকে।
গত ৩১ডিসেম্বর দুপুরে বালিগ্রাম এলাকার ধনুয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ডাসার থানা পুলিশ। আর এঘটনায় নিহত সাথীর পিতা বাদী হয়ে স্বামী রেজাউল হাওলাদার সহ ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর
এতে ফুঁসে উঠেছে নিহত সাথীর পিত্রালয়ের গ্রামবাসী ও পরিবার। তারা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে আজ(মঙ্গলবার) সকালে
কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামে বিক্ষোভ মিছিল করেছে।
তবে এঘটনার পর থেকেই আসামী পক্ষের লোকজন পলাতক রয়েছে বিধায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে দাবী করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডাসার থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন বলেন ‘ এবিষয়ে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে’।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর