সবুজবাগে মা ও শিশুর মরদেহ উদ্ধার

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: রাজধানীর সবুজবাগের আহম্মদবাগে একটি বাসা থেকে মা এবং শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন শান্তনা আক্তার (২৫) ও তার দুই বছরের মেয়ে মাহফুজা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
শান্তনা আক্তার কেন আত্মহত্যা করেছেন এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যালিকাকে নিয়ে স্বামী পালিয়ে যাওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর