জয়পুরহাটে স্বাস্থ্যকর্মীদের চাকুরী জাতীয় করনের দাবীতে অবস্থান কর্মসূচী

জেলা প্রতিনিধি, স্বাধীনবাংলা২৪.কম
জয়পুরহাট থেকে মিজানুর রহমান মিন্টু: জয়পুরহাটে ১০৮টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা (সিএইচসিপিরা) চাকুরী জাতীয়করণের দাবীতে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকের সেবা বন্ধ রেখে অবস্থান কর্মসূচী অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী শুরু করেছে সিএইচসিপিরা । এর আগে সোমবার সকাল ৯টায় জেলার ৫টি উপজেলার ১০৮জন সিএইচসিপিরা কর্ম-বিরতি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মসূচী পালন করে।
কর্মসূচি পালনকালে বক্তৃতা করেন- সিএইচপিসি এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় আহবায়ক আফাজ উদ্দিন, জয়পুরহাট জেলা সভাপতি ফেরদৌস হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান লিটন প্রমূখ।
অবিলম্বে দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর