ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আজ বুধবার সকাল থেকে শিক্ষার্থীদের সমাবেশ চলছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষার পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।
ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে মঙ্গলবার দুপুর থেকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন।
একপর্যায়ে উপাচার্যকে উদ্ধার করতে এগিয়ে আসে ছাত্রলীগ। তারা কয়েক দফা হামলা চালিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেন। হামলায় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের সমাবেশ।
সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার নেপথ্যে বাম সংগঠনের কয়েকজন নেতার হাত রয়েছে বলে অভিযোগ করেন। তারা এসব নেতাকে বহিষ্কারের দাবি করেন।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর