যৌনজীবন সম্পর্কে ১০টি অবাক করা তথ্য

নিউজ ডেস্কঃ সেক্স-এর সময়ে আর কিছু হোক বা না-হোক, নাক ফুলে যাবেই। কারণ সহজ, তীব্র রক্ত চলাচল।
সেক্স-এর সময়ে স্তন কতটা স্ফীত হয় জানেন? ২৫ শতাংশ পর্যন্ত।
সেক্স-এর পরে মূত্রত্যাগে সাময়িক সমস্যা হয়। সেটাই স্বাভাবিক। কেননা, সেক্স-এর সময়ে শরীরে অ্যাটি-ডায়ইউরেটিক হরমোন নিঃসৃত হয়।
বীর্যে কী থাকে জানেন? বিপুল পরিমাণ ক্যালরি।
ইন্টারনেটে ‘সেক্স’ সংক্রান্ত খরচ ক্রমবর্ধমান। বাস্তব জীবনে যৌনতায় যা খরচ, তার থেকে অনেক বেশি অর্থ মানুষ ব্যয় করে চলেছেন ইন্টারনেট সেক্স-এর পিছনে।
বীর্যকে অদৃশ্য কালি হিসেবে ব্যবহার করা যায়।
যৌনতা মাত্রাতিরিক্ত হয়ে গেলে তা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে। অর্গ্যাজমের ক্ষেত্রে এই বিষয়টি ঘটে থাকে।
একজন পুরুষ কতটা শুক্রাণু উৎপাদন করতে পারেন? দু’সপ্তাহে পৃথিবীর প্রতিটি ‘উর্বর’ মহিলাকে গর্ভবতী করে দেওয়ার মতো!
বেশ কিছু প্রাণী রয়েছে, যৌনতা না-হলে তারা অসময়ে মারা যায়।
শুনলে অবাক হয়ে যাবেন, শুক্রাণু ৫ দিন পর্যন্ত জীবিত থাকে!