মানিকগঞ্জে নিখোঁজের ৫ দিন পর সুপারভাইজারের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ থেকে জালাল উদ্দিন ভিকুঃ নিখোঁজের ৫দিন পর মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে দেশ ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার মোঃ আরমান ভুইয়া রনি (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রনি নরসিংদী জেলার শিবপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান,গত শনিবার রাতে ফেরিতে পার হয়ে আসার সময় রনিকে খুঁেজ পাওয়া যায়নি। অনেক খোঁজা-খুজির পর নিহতের পিতা আব্দুর রহমান বুধবার শিবালয় থানায় একটি সাধারন ডায়েরী করেন।
বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়া ৫ নম্বর ঘাট এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর দেশ ট্রেভেলসের কর্মচারীরা মৃতদেহটি তাদের সুপারভাইজার রনি বলে সনাক্ত করেন। ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।