বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের তারিখ ঘোষণার পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে আটটায় গুলশানে কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটি হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার গতকালই এই তথ্য নিশ্চিত করেছিলেন।
বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে এই দুই কর্মকর্তা কিছু জানাননি।
তবে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে সামনে রেখে রায়পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
এছাড়া বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর