২৪ ঘণ্টায় হামলার ঘটনার প্রতিবেদন দাবি

স্বাধীনবাংলা২৪.কম
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলা ও প্রশাসনিক ভবনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে পেশ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ (বাসদ), জাতীয় ছাত্রঐক্য ও জাতীয় ছাত্র কেন্দ্রের জোট ছাত্র সংগ্রাম পরিষদ।
স্বাধীনবাংলা২৪.কম/এমআর