অস্ত্র মামলায় সাহেদ আরো ১০ দিনের রিমান্ডে

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রবিবার দেবহাটা আমলি আদালতের বিচারক সাতক্ষীরার সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ভার্চুয়াল শুনানি শেষে তাঁকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গত ১৫ জুলাই বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে র্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় সাহেদ করিম ও তাঁর পালানোয় সহায়তাকারী নৌকার মাঝি বাচ্চুসহ তিনজনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪-এর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।