জয়পুরহাটে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাট থেকে মিজানুর রহমান মিন্টুঃ জয়পুরহাটে কালাই উপজেলার বানদিঘী এলাকা থেকে ৭শ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো রাজাবিরাট গ্রামের জয়নুল আবেদীনের ছেলে মেসবাহুল ইসলাম (৩০), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে গোলাম সরোয়ার (৩৩) ও মন্ডল পাড়া গ্রামের আব্দুর জলিলের ছেলে অভি মন্ডল (৩০)।
জয়পুরহাট র্যাব-৫ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ ানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
পরে তাদের কালাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।